মুর্শিদাবাদে পুরনো বিবাদের বলি বৃদ্ধ!গণপিটুনিতে খুনে গ্রেফতার ১।

ফের ঘটনাস্থল মুর্শিদাবাদ। দিন কয়েক আগেই লালগোলায় গণপিটুনিতে খুন হতে হয়েছিল এক যুবককে। সেই স্মৃতি এখনো তাজা। তারই মধ্যে জেলার রেজিনগরের লোকনাথপুর এলাকায় পুরাতন গ্রামীণ বিবাদের জেরে বাড়িতে ঢুকে বৃদ্ধকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১, বাকিদের খুঁজে শুরু হয়েছে তল্লাশি।মৃতের নাম আইনুদ্দিন শেখ(৬৭)। মৃতের পরিবারের আরও কয়েক জন গুরুতর জখম হয়েছেন।
ঘটনার পরই তল্লাশি চালিয়ে পুলিশ মূল অভিযুক্ত আব্দুল মুমিন শেখ কে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে শেষ পাওয়া খবরে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো বিবাদের জেরে এই ঘটনা। আইনুদ্দিন সাহেবের পরিবারের লোকজনদের সঙ্গে তার প্রতিবেশীদের বিবাদ বাধে। সেই নিয়ে অতীতে বেশ কয়েকবার ঝামেলা থেকে শুরু করে গ্রামীণ সালিশ পর্যন্ত হয়। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি বলে স্থানীয়রা জানায়। সেই ঘটনার জেরে আইনুদ্দিনের উপর প্রতিশোধ নিতে তার প্রতিবেশীরা সদলবলে বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। পুরো ঘটনাই গ্রামজুড়ে শোকের ছায়া।