জেলা/ব্লক

জল নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের উদ্যোগ প্রশাসনের।

দীর্ঘদিন ধরে ভগবানগোলা দু’নম্ববর ব্লক এলাকায় চলে আসা ধারের জল নিকাশি ব্যাবস্থা ও রাস্তা সংস্কারের কাজে উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। সেইমতো ভগবানগোলা ২ ব্লক প্রশাসন ও রানিতলা থানার পুলিশ যৌথভাবে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। ভগবানগোলা ব্লক ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক ওয়ার্শিদ খান ও রানিতলা থানার আধিকারিকরা একযোগে বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের সঙ্গে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে সরকারি রাস্তার দুই পাশের অসমান উঁচু মাটি কেটে সমান ছাড়াও সরকারি রাস্তার উপর যেন কেউ কোন বেআইনি নির্মাণ করতে না পারে সেদিকে কড়া নজরদারি চালানো হয়। এই ব্যাপারে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যারা ভগবানগোলা এলাকায় রাস্তার উপরে অবৈধ নির্মাণ করে রাস্তা বন্ধ করে রেখেছে তাদের আমরা প্রথমে নোটিশ দিচ্ছি এরপরে যদি তারা নিজেরাই ব্যবস্থা না নেয় তাহলে আমরা কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করব”। প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!