রাজ্য
সীমান্ত দিয়ে পাচারের আগেই বিরল প্রজাতির লরিস, ম্যাকাও থেকে টার্কি জাতীয় পাখি উদ্ধার!

শত চেষ্টা করেও শেষ রক্ষা হল না। ভারত-বাংলা সীমান্ত দিয়ে পাচারের আগেই উদ্ধার হলো বিরল প্রজাতির লরিস, ম্যাকাও ও টার্কি জাতীয় পাখি বসিরহাট এলাকা থেকে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায়।জানা গিয়েছে, বসিরহাটের হাসনাবাদ থানার মুরারিশাহ এলাকার একটি পরত্যক্ত জায়গা থেকে এই পাখিগুলি উদ্ধার হয়। গোপনসুত্রে খবর হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষের নেতৃত্বে পুলিশ গিয়ে ইন্দোনেশিয়া-ফিলিপিন্সের জাত লরিস এবং দক্ষিণ আমেরিকার জাত টার্কি ও ম্যাকাও পাখিগুলিকে উদ্ধার করে নিয়ে আসে। ১ টি লরিস, ৮ টি ম্যাকাও ও ৩ টি টার্কি জাতীয় পাখিকে উদ্ধার করা হয়। পাখিগুলিকে খাঁচা বন্দি অবস্থায় রাখা ছিলো। তাদের গোপনে পাচারের চেষ্টা চলছিল।