কাজের অভাব!লকডাউনে পড়শী রাজ্যে কাজের সন্ধানে গিয়ে ম্যানহোলে ‘অক্সিজেন’ এর অভাবে মৃত্যু মুর্শিদাবাদের জোড়া পরিযায়ী শ্রমিকের।

মহামারীর দ্বিতীয় ঢেউ এ রাজ্যে হাহাকার। কাজের অভাবে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। আর সেই কাজের খোঁজে মুর্শিদাবাদ সীমান্তের পড়শী রাজ্য বিহারের পাটনায় গিয়ে জোড়া মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। মৃতদের নাম ইকবাল শেখ ও ইদ্রিশ আলীর।মৃত ইকবালের বাড়ি মুর্শিদাবাদের জালিবাগিচা এলাকায় ও ইদ্রিশের বাড়ি রানীতলা থানার চাঁদপুর গ্রামে। বুধবার বেলা গড়াতেই এই খবর তাদের মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে এসে পৌঁছাতেই দুই এলাকায় শোকের ছায়া নেমে আসে । অবশেষে কফিনবন্দি দেহ এসে পৌঁছায় তাদের বাড়িতে। মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে , লকডাউন চলাকালীন সপ্তাহ খানেক আগে কাজের সন্ধ্যানে ঐ দুই হতভাগ্য পরিযায়ী শ্রমিক কাজের খোঁজে পাটনা রওনা দেয়। জানাযায়, পাটনায় ইকবাল ও ইদ্রিস কে কোনরকম নিরাপত্তা-ব্যবস্থা ছাড়াই পাইপ লাইনের কাজ দিয়ে ম্যানহোল পরিষ্কার করতে নামিয়ে দেওয়া হয় মাটির নিচে।অভিযোগ, ম্যানহোলের কাজে অপটু দুই শ্রমিক নিচে নামার পর কোনও রকম সাড়া না দিলে তাদের সঙ্গে থাকা অন্যন্য শ্রমিকদের সন্দেহ হয় ।ফলে তারা হাঁক ডাক শুরু করে দেয় । ওই ডাকে সাড়া না দিলে তারা ঠিকাদার কে খোঁজ দেন । পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জেসিবি নিয়ে এসে ম্যানহোল ভেঙে ওই দুই যুবক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন ।