রেজিনগরে খোওয়া যাওয়া মোবাইল ফিরে পেল মালিকেরা।

নিজামুদ্দিন সেখ, রেজিনগর:- প্রতিনিয়ত যেমন বেড়ে চলেছিল মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা, সঙ্গে থানায় জড়ো হচ্ছিল অভিযোগের পাহাড়। সেইমতো ঐ খোওয়া যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হল রেজিনগর থানার পক্ষ থেকে। সোমবার রেজিনগর থানার আধিকারিক অঞ্জন বর্মন এলাকায় নিজে উপস্থিত থেকে বাড়ি বাড়ি গিয়ে এই মোবাইল মালিকদের হাতে তুলে দেন। জানা যায়, এদিন রেজিনগর থানার তরফে ৫ টি মোবাইল তার আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত,রেজিনগর থানা এলাকার অমরপুর সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের মোবাইল হারিয়ে যায়। তারপর তারা সকলে থানায় এ বিষয়ে অভিযোগ জানায়। তারপরে তদন্ত শুরু করে পুলিশ। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় পুলিশের তদন্তকারী দলটি ঐ মোবাইল গুলি গুলি উদ্ধার করতে সক্ষম হয়। স্বাভাবিকভাবেই নিজেদের মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত হন মোবাইল মালিকেরা।