জেলা/ব্লক
ভয়াবহ বজ্রপাতে মুর্শিদাবাদে মৃত ৬ যুবক ও গুরুতর জখম কমপক্ষে ১৫, গ্রামজুড়ে নিস্তব্ধতা।

সোমবার দুপুরের পর থেকেই মুর্শিদাবাদের আকাশে কালো মেঘের দেখা দিয়ে ঝমঝমিয়ে নেমে আসে বৃষ্টি। আর তারপর থেকেই শুরু হয় দফায় দফায় বজ্রপাত।সেই বজ্রপাতের জেরেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। চাষের জমিতে চাষ করা কালীন ও আম বাগানের আম কুড়াতে গিয়ে মৃত্যু হল একই গ্রামের পরপর ৬জনের বলেই শেষ পাওয়া খবরে জানা। শুধু তাই নয় ভয়াবহ এই বজ্রপাতে গুরুতর জখম কমপক্ষে ১৫জন বলেই এলাকা সূত্রে জানা যায়। গুরুতর জখম দের চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৃতরা হল সাইনুল ইসলাম (২২), সুনীল মাল (৪০), বুদ্ধ দাস(৩০), খানদান শেখ (৩০), সূর্য কর্মকার (২২) ও মিরাজুল সেখ (২০)। গুরুতর জখম দের মধ্যে রয়েছে মুকুল শেখ, রমজান শেখ, সুমন শেখ ,আকাশ শেখ ও অন্যান্য বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।