জেলা/ব্লক
মাছ চাষীদের শিবিরের উদ্বোধন করলেন সাংসদ খলিলুর রহমান ও মন্ত্রী আখেরুজ্জামান।

বর্ষা আবহে মসজিদের মধ্যে মাছ চাষের প্রতি উৎসাহ বাড়াতে এগিয়ে এলো মৎস্য দপ্তর।সেইমত রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কিছু জায়গায় মাটি কেটে পুকুর করে মৎস চাষের উদ্যোগ নিয়ে চাষীদের উৎসাহ দিতে এগিয়ে আসেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান ও রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান । ওই পুকুরে মাছের চারা ছেড়ে চাষের উদ্বোধন করেন মন্ত্রী ও সংসদ।