
চক্ষু চড়ক গাছে। নাবালিকার বিয়ে দিতে রাজি না হওয়ায় রীতিমতো প্রকাশ্যে দিনে-দুপুরে অনুষ্ঠান বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে পালালো এক যুবক ও তার সঙ্গীরা বলেই অভিযোগ। দিন কয়েক পেরিয়ে গেলেও হদিশ মিলেনি ওই নাবালিকার বলেই পরিবারের দাবি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানগোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত দিন কয়েক আগেই। পরিবারের অভিযোগ,নবম শ্রেণীর পড়ুয়া রোজি খাতুন নামের ওই কিশোরীকে জোর করে বিয়ে করার প্রস্তাব দেয় ভগবানগোলার মহিসাস্থালি গ্রাম পঞ্চায়েতের কালুখালী ডাকবাংলা এলাকার বাসিন্দা রাহুল শেখ ওরফে রোবেল। এখানেই শেষ নয়। স্বাভাবিকভাবেই মেয়ের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় তার মা শাবনুর বেওয়া বিয়ে দিতে নারাজ হন ওই যুবকের সঙ্গে। অভিযোগ, এতেই রীতিমতো চটে যাই ঐ যুবক ও তার সঙ্গী সাথীরা। এরপরই শুরু হয় অপহরণের পরিকল্পনা বলেই কিশোরীর মায়ের বক্তব্য। এরপরে গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিতে যায় ওই কিশোরী ও তার মা। আচমকাই সেখান থেকে রাহুল ও তার সঙ্গীরা রোজি খাতুন কে অপহরণ করে নিয়ে চম্পট দেয়। সবমিলিয়ে এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।