জেলা/ব্লক
জমিতে কাজ করার সময় মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত্যু কৃষকের।

বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। মৃত কৃষকের নাম সাইবুর সেখ। এ ঘটনায় ভগবানগোলার চর লবনগোলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কৃষক জমিতে চাষের কাজ করছিলেন এমন সময় বিকট আওয়াজে বজ্রপাত হয়। তারপরেই ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তার।