মুর্শিদাবাদে ফাঁস জাল আধার কার্ড তৈরির চক্র!

রাঘববোয়ালরা লুকিয়ে থাকলেও জাল আধার কার্ড তৈরির তাদের একদল সাগরেদকে ধরতে সক্ষম হল সাগরদিঘী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, সাগরদিঘী থানার বিশাল পুলিশবাহিনী স্থানীয় দস্তুুরহাট নীচুপাড়া একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে ৩ জন কে বমাল জাল আধার কার্ড তৈরি সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে অতুল চৌধুরী অন্যতম বলে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানান জঙ্গিপুর পুলিশ জেলার এস পি ওয়াই রঘুবংশী। জানা যায়, অতুল চৌধুরী গত তিন বছর আগে চুক্তির মাধ্যমে আধার কার্ড তৈরি করত।সেই সূত্র ধরেই অতুল ও তার দলবল গুজরাট,মহারাষ্ট্র ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আইডি পাসওয়ার্ড জেনে নেই এখানে জাল আধার কার্ড তৈরির কাজ শুরু করে। প্রায় এক মাস ধরে এই ব্যবসা চলছিল। তাদেরকে এদিন জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪দিনের জন্য পুলিশ হেফাজতে তোলা হয়। এলাকাবাসী চান এই ঘটনার পেছনে জড়িয়ে থাকা রাঘববোয়ালরা দ্রুত গ্রেপ্তার হোক।