মহামারীতে লকডাউনে কাজ হারিয়ে আত্মঘাতী মুর্শিদাবাদে।

মহামারী কালে সাপেক্ষে রাজ্যে জারি রয়েছে লকডাউন বিধি-নিষেধ। আর তারই জেরে কাজ হারিয়ে আর্থিক সংকটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বছর পঞ্চাশের সুবোধ মণ্ডল নামের এক ব্যক্তি। নবগ্রামের গুড় পাশলা গ্রামে ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ঐ কাজ হারানো ব্যক্তি সুবোধ মন্ডল। পরিবারের দাবি, লকডাউনে আর্থিক সঙ্কটে ভুগছিলেন সুবোধ মণ্ডল ও তার পরিবার। পাশাপাশি কর্মহীন হয়ে যায় একমাত্র ছেলেও। কিছুদিন আগে ধারদেনা করে বাড়ি নির্মাণ করে ওই ব্যক্তি ।তার পরে এই লকডাউনে হাতে কোনো কাজ না থাকায় চরম মানসিক অবসাদে আর অনটনে দিন কাটতে থাকে সুবোদ বাবুর ও তার পরিবারের। তার জেরেই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।