জেলা/ব্লক

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোটর গাড়ি না চালিয়ে ঠেলতে ঠেলতে প্রতিবাদ তৃণমূলের, পাল্টা রাজ্যের ট্যাক্স ছাড়ের দাবি বিজেপির।

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে চরম সংঘাত। একদিকে যখন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছে রাজ্য।পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে পাল্টা রাজ্যে পেট্রোল ডিজেল লিটার প্রতি ন্যূনতম ২০ টাকা কর ছাড়ের দাবি জানানো হচ্ছে। প্রসঙ্গত পেট্রল, ডিজেল,রান্নার গ্যাস, কেরোসিন,ভোজ্য তেল সহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক গোয়ানারা গোবিন্দপুর মোড় সহ দক্ষিন ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ ও অবস্থান বিক্ষোভ সংঘটিত করা হয়। চার চাকা গাড়ি না চালিয়ে ঠেলতে ঠেলতে অভিনব কৌশলে প্রতিবাদ মিছিল করে জনতার নজর টানার চেষ্টা করে তৃণমূল নেতৃত্ব I

উপস্থিত ছিলেন ডা: হা:২নম্বর ব্লক সভাপতি অরূমায় গায়েন,নূরপুর অঞ্চল প্রধান ,, ব্লক২ যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,রফিক মোল্লা,নীতিশ মোদক সহ মাথুর অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব Iডা:হা:২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন”আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার জ্বালানি তেলের উপর ট্যাক্স চাপানোর ফলে পেট্রল ডিজেলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে।তার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ী এবং মুনাফাখোররা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যথেচ্ছ দাম বৃদ্ধি করছে”। পাল্টা বিরোধী বিজেপি শিবিরের দাবি রাজ্য সরকার কেন সাধারণ মানুষের কথা ভেবে পেট্রোল ডিজেলের ওপর ট্যাক্স ছাড় দিচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!