জেলা/ব্লক
লালগোলায় হারিয়ে যাওয়া একাধিক মোবাইল খুঁজে আসল মালিকের হাতে তুলে দিল পুলিশ।

পথে-ঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে গিয়ে বিগত কয়েক মাস ধরে লালগোলার বিভিন্ন এলাকার মানুষের হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে তাদের মালিকের হাতে তুলে দিলো পুলিশ কর্তৃপক্ষ। সেইমতো নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল অক্ষত অবস্থায় খুঁজে পেয়ে খুশি হন ঐ মোবাইল মালিকেরা। প্রসঙ্গত বিগত প্রায় ছয় মাস ধরে লালগোলা থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বড়জুমলা, গনেশপুর, ছাইতনী,পরানপুর সহ একাধিক এলাকার বাসিন্দারা তাদের মোবাইল হারিয়ে ফেলার পরে লালগোলা থানার দ্বারস্থ হন। পরবর্তীতে পুলিশের সাইবার সেল তৎপরতার সঙ্গে সেই মোবাইল গুলি উদ্ধার করে। যার মধ্যে খোওয়া যাওয়া ৭ টি মোবাইল তাদের মালিকদের হাতে তথ্য প্রমান সহ তুলে দেন লালগোলা থানার ওসি আব্দুস সালাম।