জেলা/ব্লক
অধিক নাম্বারের দাবিতে স্কুলের চড়াও হয়ে ভাঙচুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের!

পরীক্ষা না দিয়েও প্রত্যাশার থেকে উচ্চমাধ্যমিকে কম নাম্বার পাওয়ার অভিযোগে একদল পড়ুয়া কান্দি এলাকায় বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ।উত্তেজিত ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের চেয়ার টেবিল থেকে শুরু করে ফ্যান সবকিছু ভেঙে তছনছ করে দেয়। জানা যায়, কান্দির ওই বিদ্যালয়ে মোট 58 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছিল। ফল বেড়ানোর পরে তার মধ্যে 57 জন পাস করেছে। ১ জন পরীক্ষার্থীর ফেল করে। পাশাপাশি পাস করা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়েও মনমতো নম্বর পায়নি বলেই অভিযোগ তোলে। এইসব কিছুর জন্য স্কুলে এসে তারা চড়াও হয়। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়।