জেলা/ব্লক
লালগোলায় নাবালিকার বিয়ে রদ।

মুচলেখা দিয়ে শেষ পর্যন্ত নাবালিকার বিয়ে বন্ধ হলো লালগোলায়। ঘটনাটি ঘটে শনিবার লালগোলা থানার অন্তর্গত রামচন্দ্রপুরের একডালিয়া বিরামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহানারা খাতুন নামের ওই নাবালিকার বিয়ে রদ করে। এরপর এই পরিবারের লোকজন মুচলেখা দেয় যে তারা তাদের মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না।