জেলা/ব্লক
যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা বহরমপুরে।

মহামারী আবহে যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বহরমপুর কাটাবাগান এলাকায়। দুর্ঘটনার জেরে নয়ানজুলিতে বাস উল্টে গিয়ে জখম হন কমপক্ষে কুড়ি জন যাত্রী, যার মধ্যে 15 জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।তাদের সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যাত্রীবোঝাই বাস টি প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে বহরমপুর থেকে হরিহর পাড়ার দিকে যাচ্ছিল। পথের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে। পরবর্তীতে তাদের উদ্ধার করতে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা।