মহামারী রোধে নির্দেশিকা পালনে ধরপাকড় ভগবানগোলায়।

নির্দেশিকা অনুযায়ী সকাল থেকেই করোনা মোকাবিলায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় স্বাস্থ্যবিধি কার্যকরে বদ্ধপরিকর প্রশাসন।সেইমতো অকারণে বাড়ির বাইরে কেউ মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোলে, কিংবা আইন অমান্য করার অপরাধে বিভিন্ন প্রান্তে একাধিক জনকে জরিমানা ও আটক করা হয়। যার মধ্যে এলাকায় মাস্ক না পরার জন্য ১৮-৫০ বছর পর্যন্ত বয়সিদের গ্রেপ্তার করা হলেও তার বেশি বয়স হলে কেস দিয়ে ছেড়ে দেওয়া হয়। পুলিস প্রায় ৩০জনকে আটক করে করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেয় ভগবানগোলা থানার ওসি ।জেলার এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন, করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি পালনের আগে বহুবার সতর্ক করা হয়েছে, তাও অকারণে অনেকেই মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বের বিধি পালন না করে এদিন রাস্তায় বের হচ্ছেন। সেই মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ।