বোরখা আর ওড়নার আড়ালে কোটি টাকার মাদক কারবারের রমরমা ফাঁস!

মহিলাদের ব্যবহার করে বোরখা ও অরুণার আড়ালে রমরমিয়ে চলছে কোটি কোটি টাকার মাদক হেরোইনের কারবার। অবশেষে তদন্ত চালিয়ে সেই কারবার ফাঁস করল বারুইপুর জেলা পুলিশ। ঘটনার তদন্তে নেমে ঘুটিয়ারী শরিফ থানা এলাকায় মেলে এই সাফল্য। শুরুতে সাইমা নামে একজন মহিলাকে গ্রেফতার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সাজিনা বিবি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি হেরোইন উদ্ধার পুলিশের। মোট ৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০০ গ্রাম করে আছে। উদ্ধার হওয়া ওই হেরোইনে আনুমানিক মূল্য প্রায় ৩ কোট টাকা। প্রাথমিক তদন্তে সাজিনা বিবি কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসত। তারপর তার সাথে আরও কিছু মিশিয়ে বিক্রি করত। দক্ষিন চব্বিশ পরগনা জেলা জুড়ে এই জাল ছড়ানো বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। আরও অনেকেই এরসাথে যুক্ত আছে। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। পুরো ঘটনায় এলাকায় জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।