জেলা/ব্লক
বাড়ির ছাদে মুর্শিদাবাদে গলা কেটে খুন গৃহবধূর,মুখে কুলুপ পুলিশের।

নিজের বাড়ির ছাদের উপরে গলা কাটা অবস্থায় বাড়ির বয়স্ক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল শুক্রবার সাগরদিঘির গাংগাড্ডা গ্রামে। ষাটোর্ধ্ব ওই মহিলার নাম মাহমুদা বিবি। যদিও এই ঘটনা নিয়ে সাগরদিঘী থানার তর কে কোন প্রতিক্রিয়া মেলেনি। এলাকা সূত্রে জানা যায়, ওই মহিলা প্রতিদিনের মতোই দিন নিজের বাড়ির দোতলার ছাদে উঠে প্রাতঃভ্রমণ করছিলেন।কিছুক্ষণ পরে তার খোঁজ না মেলার পরে পরিবারের লোকজন ডাকাডাকির পর ছাদে গিয়ে হাজির হন। এখানে দেখেন বাড়ির ওই গৃহকর্তী গলা কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে ছাদে পড়ে রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে বাড়ির মধ্যে দিনেদুপুরে এমন ঘটনা ঘটলো সেই নিয়েই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দানা বেঁধেছে।