জেলা/ব্লক

বন্যা বিধ্বস্ত ভগবানগোলায় হাহাকার, এলাকাবাসীর চাপে পড়ে পরিদর্শনে আধিকারিকেরা।

বাংলাদেশ লাগোয়া ভগবানগোলা একাধিক এলাকায় পদ্মার জল বিপদসীমার উপর দিয়ে ছাপিয়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। সেইমতো আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর , চায় পাড়া , শয়তান পাড়া , মুনসুরপুর সহ একাধিক গ্রামের মানুষ জলের মধ্যে বসবাস করছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের তরফ থেকে মিলছে না কোনো সহযোগিতা। তারপরেই বাধ্য হয়ে স্থানীয় বিধায়ক প্রশাসনিক কর্তাদের নিয়ে সেখানে হাজির হন। জলের মধ্যে আটকে থাকা পরিবারের মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের হাতে ত্রিপল , চিড়ে , মুড়ি , গুড় , দুধের প্যাকেট তুলে দেই । পাশাপাশি কিভাবে ভাঙন রোধ করে পদ্মা নদীর জল আটকে বন্যা নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারে কথা বলেন। উপস্থিত থাকেন ভগবানগোলা ব্লক ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ ওয়ার্শিদ খান , এসডিপিও ,এসডিও, রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও স্থানীয় বিশিষ্টজনেরা। এখন দেখার আদৌ এতকিছুর পরে পরিস্থিতির পরিবর্তন হয় কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!