জেলা/ব্লক

ভোট পরবর্তী সন্ত্রাসের সিবিআই তদন্তের নির্দেশ কোর্টের, রায়কে স্বাগত মুর্শিদাবাদ জেলা বিজেপির ।

রাজ্যে মূলত বিরোধীদের ওপর ভোট পরবর্তী অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ বৃহস্পতিবার এক উল্লেখযোগ্য পূর্ণ রায় দিয়ে জানায়, খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর ঘটনার মামলার তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তের জন্য সৌমেন মিত্র, সুমন বালা-সহ ৩ জনকে নিয়ে গঠন করা হয়েছে ৩ সদস্যের সিট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এই অভাবনীয় রাইকে নিজেদের নৈতিক জয় বলেই মনে করছে বিরোধী শিবিরে থাকা রাজ্য বিজেপি নেতৃত্ব। সেইমতো এদিন মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানিয়ে বলা হয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকামী মানুষেরা এই রায়ের ফলে আগামী দিনে ন্যায়বিচার পাবে, নিজেদের পরিবারের সদস্যদের উপর ঘটে যাওয়া খুন, রাহাজানি, ধর্ষণের প্রতিবাদ জানাতে সোচ্চার হয়ে উঠবে। পাশাপাশি মুর্শিদাবাদের বিজেপি কর্মীদের ধর্ষিত হতে হয়েছে। তার বিরুদ্ধেও এবার ব্যবস্থা গ্রহণ করা হবে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!