
কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের নজরে মুর্শিদাবাদ। সেইমতো মঙ্গলবার দিনভর নবগ্রামের রায়েন্দা ও অমৃতকুন্ড এলাকায় দফায় দফায় সিবিআর আধিকারিকেরা প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজন এর সঙ্গে কথা বলেন তথ্য সংগ্রহের জন্য। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের হাতের কাছে পেয়ে ভোট-পরবর্তী নাবালিকা সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগ এর যাবতীয় ঘটনা এদিন তুলে ধরা হয় নির্যাতিতার পরিবারের তরফে বলেই জানা যায়। প্রসঙ্গত,গত ৯ মে মুর্শিদাবাদের অনন্তপুর গ্রামে কয়েক জন দুষ্কৃতীর হাতে ধর্ষিত হয় কান্দি থানার উগ্র ভাটপাড়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির ঐ স্কুলছাত্রী বলেই অভিযোগ। একী বান্ধবীর সঙ্গে ওই নাবালিকা যখন সাইকেলে বাড়ি ফিরছিল, তখন কয়েক জন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে গন ধর্ষণ করে পাশের জঙ্গলে ফেলে দিয়ে যায়।তার কাতর চিৎকার শুনে গ্রামবাসিরা তাকে পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ঘটনার পরে প্রাথমিকভাবে তিন জনকে গ্রেপ্তার করা হয়। নাবালিকার পরিবারের দাবি মূল অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া প্রয়োজন।