জেলা/ব্লক
মুর্শিদাবাদে ঝটিকা সফরে বিজেপি নেতা রাহুল সিনহা।

মুর্শিদাবাদে ঝটিকা সফরে এলেন বিজেপির পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ নেতা রাহুল সিনহা। সেইমতো শনিবার লালবাগ সদর হাসপাতালে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশংকর ঘোষ, রাজ্য বিজেপির সহ-সভানেত্রী মাহফুজা খাতুন সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন তিনি। সেখানে বিজেপির লৌহ পুরুষ দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মুমূর্ষু রোগী এদের মধ্যে ফল বিতরণ করা হয়। পরবর্তীতে সেখান থেকে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে জান রাহুল সিনহা। প্রসঙ্গত 30 শে সেপ্টেম্বর সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে।