ভবানীপুর উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কে তুলোধোনা করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে কটাক্ষ অধীরের।
কৃষক আন্দোলন নিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার থেকে শুরু করে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী জাকির হোসেনের জয় কে সমর্থন জানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও যোগী আদিত্যনাথ কে জোড়া নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দেগে অধীর চৌধুরী বলেন,” দিদির চেয়ে জাকির অনেক বেশি জনপ্রিয় তাই জাকিরকে ক্যাবিনেট মন্ত্রী করা হোক। দিদি যদি মানুষের কাছে জনপ্রিয় হতেন তাহলে ভাবানীপুরের মানুষ ৪৭ শতাংশের চেয়েও অনেক বেশি ভোট দিতেন। কিন্তু সেটা হয়নি কারন দিদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েও মানুষের মন জয় করতে পারেননি। সেই তুলনায় জঙ্গীপুরের জাকির হোসেন ১ লাখের কাছাকাছি ভোটে জিতেছেন। জাকির ভালো ছেলে তাই কংগ্রেসের লোকেরাও জাকিরকে ভোট দিয়েছেন”। পরক্ষনেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে দূর্মুস করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রসঙ্গত, কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে বিজেপির ৩ কর্মী ও এক গাড়ির চালককে হত্যার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।পাল্টা উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষক সহ ৮ জনকে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। ঘটনায় অভিযুক্ত বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অজয় মিশ্রর ছেলে আশিস। ঘটনাস্থলে তাঁর গাড়িই ছিল বলে কৃষকদের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগে দায়ের হয়েছে এফআইআর।